যশোর ডিবি পুলিশ আন্তঃ জেলা ডাকাত দলে ৪ সদস্যকে আটক

jessore atok map

যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ৪
সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো খুলনা জেলার
রুপসা উপজেলার তালিমপুর গ্রামের বর্তমানে নৈহাটি দারােগাভিটা
গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম (৩৫) বাগেরহাট জেলার
ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের
ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২২) খুলনা জেলার তেরখাদা উপজেলার নাসির
হালদারের ছেলে মিলন হালদার ওরফে হৃদয় (২৬) ও খুলনা জেলার রুপসা উপজেলার
চররুপসা গ্রামের বর্তমানে জয়পুর ইলাহিপুর গ্রামের শওকত আলী শেখ
ওরফে শহর আলী শেখের ছেলে আবুল কালাম শেখ (৪০)। এদের কাছ থেকে
উদ্ধার করা হয়েছে ২ টি গাভি গরু, ১ টি পিকআপ গাড়ি, ২ জোড়া
স্বর্নের কানের দুল, ১ টি এলইডি টিভি ও ১ টি পানির পাম্প।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তথ্য প্রযুক্তি মাধ্যমে
আসামিদের সনাক্ত করে এস আই শামিম হোসেনের নেতৃত্বে
বাগেরহাট ও খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা
হয়। অভিযানে আরো অংশ নেয় এস আই শফি আহমেদ রিয়েল, এ এস
আই রঞ্জন কুমার বসু, কনসটেবল আব্দুল বাতেন, নাজমুল খান, মিটুল,
সামছুজ্জোহা, ইসমাইলসহ চৌকস টিম।

ঘটনার বিবরনে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামিম হোসেন
জানান, ২৭ এপ্রিল গভীর রাতে মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামে
আতিয়ার রহমানের বাড়ি অজ্ধসঢ়;হাত ৩ ডাকাত ঘরে ঢুকে পিছন থেকে
আতিয়ারকে জাপটে ধরে। আতিয়ার চিৎকার ডাকাতরা তার মুখ চেপে
ধরে ও মারপিট করে। ধস্তাধস্তির শব্দ শুনে আতিয়ারের স্ত্রী ঘুম থেকে
জেগে যায়। এ সময় ডাকাতরা আতিয়ার ও তার স্ত্রীকে স্যালোয়ারের
কাপড় দিয়ে বেধে ফেলে।

ডাকাতরা আতিয়ারের বসতঘরের আলমারী থেকে
বিভিন্ন স্বর্ণালংকার, ০২টি বিদেশী টর্চলাইট, ০১টি বাটন
মোবাইল, ০১টি ভিভো মোবাইল, নগদ টাকা, ০১টি এলইডি টিভি
বসতঘরে থাকা ব্যবহার্য মালামাল নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার
সময় আতিয়ারের গোয়াল ঘর থেকে ০১টি কালো-সাদা রংয়ের জার্সি
গাভী ও ০১টি লাল সিন্দি গাভী, ০১টি বৈদ্যুতিক পানির মোটর লুন্ঠন
করে নিয়ে যায়। এই ঘটনায় আতিয়ার রহমান (৬৩) মনিরামপুর থানায়