যশোরে প্রতারক কর্তৃক ক্রেডিট কার্ড থেকে তিন লক্ষাধিক টাকা উত্তোলন

একটি প্রতারক চক্র বিমান বাহিনীতে কর্মরত এক কর্মকর্তার ক্রেডিট কার্ড থেকে কৌশলে ৩ লক্ষধিক টাকা উত্তোলন করে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার ১৯ জুলাই রাতে মামলাটি করেন, দিনাজপুর জেলার সদর উপজেলার উত্তর বালুবাড়ী গ্রামের আসাদুজ্জামান সুবহানীর ছেলে বর্তমানে যশোর বিমান বাহিনী ঘাঁটিতে কর্মরত স্কোয়াড্রন লীডার সিয়াম আবরার সুবহানী। মামলায় আসামী করেছেন অজ্ঞাতনামারা।

মামলায় তিনি উল্লেখ করেন,তার নামে ইষ্টার্ন ব্যাংক লিমিটেড এর ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড আছে। গত ১৩ মে দুপুর আড়াইটার সময় বাদি যশোর আরবপুর গ্রামের বিমান বাহিনী ঘাঁটিতে তার সরকারি বাসায় অবস্থানকালে ইষ্টার্ণ ব্যাংকের হেল্পলাইন ১৬২৩০ নম্বর থেকে বাদির মোবাইল নম্বরে একটি কল আসে। উক্ত কলের মাধ্যমে বাদির ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য বাদিকে অবগত করে। তারা আরো জানায় যে, বাদির ক্রেডিট কার্ডের মেয়াদ আগামী জুলাই মাসে শেষ হবে।

সুতারাং উক্ত কার্ডটি রিনিউ করার জন্য কিছু তথ্য প্রয়োজন। তাৎক্ষনিকভাবে হেল্পলাইনের কথামতো বাদি তাদের চাহিত তথ্যাদি সরবরাহ করেন। তারা বাদিকে জানায় যে, উক্ত ক্রেডিট কার্ডের টাকা নতুন ক্রেডিট কার্ডে সংযুক্তি করার জন্য বাদির মোবাইল নাম্বারে তারা কিছু ওটিপি প্রেরণ করবে। তাদের প্রদত্ত ওটিপি সমুহ বাদি তাদেরকে সরবরাহ করলে বাদির ক্রেডিট কার্ডের টাকা নতুন কার্ডে সংযুক্ত করতে পারবে। তাদের প্রতারণা বুঝতে না পেরে বাদির মোবাইল নম্বরে পর্যায়ক্রমে আসতে থাকে ওটিপি সমূহ তাকে সরবরাহ করতে থাকেন।

সরবরাহ করাকালীন বাদির উপরোল্লিখিত ক্রেডিট কার্ড থেকে কয়েক ধাপে বিকাশ ও নগদ নাম্বারে ৩লাখ ৯ হাজার ৫শ’ টাকা প্রতারণা মূলকভঅবে বিশ^াসভঙ্গ করে নিয়ে নেয়। পরবর্তীতে বাদি বুঝতে পারেন উক্ত মোবাইল নাম্বার ব্যবহারকারী বাদির সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে। তাৎক্ষনিক বিষয়টি বাদি যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডাইরী করেন উক্ত সাধারন ডাইরীর প্রেক্ষিতে বাদি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ বাদিকে জানায় যে,তার উপরোল্লিখিত ক্রেডিট কার্ডের টাকা সমূহ গত ১৩ মে দুপুর আড়াইটা হতে ৪ টার মধ্যে প্রতারকদের নাম্বার সমূহ ট্রান্সফার করে নেয়।