যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেল, যশোর-এর উপপরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে শংকরপুর বাস টার্মিনাল এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে শংকরপুর মুক্তিযোদ্ধা কোয়ার্টারের মৃত ইউসুফ আলীর ছেলে মো. ইয়াছিন (২৬)-কে ১০০ গ্রাম গাঁজাসহ, বেজপাড়া রানার অফিস এলাকার দৌলতখার ছেলে মো. সাজেদুর রহমান সাজু (২৯)-কে ৫০ গ্রাম গাঁজাসহ এবং চাঁচড়া পার হাউজ এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সাগর আলী (২৬)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। মোবাইল কোর্টে তিন আসামিকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়। এর মধ্যে মো. ইয়াছিনকে ১,০০০ টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অপর দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যশোর জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।