যশোরে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ৫০ হাজার টাকা খোয়া  

 যশোরে বেড়াতে এসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামের মৃত বিভূতি মোহন কুণ্ডুর পুত্র মধুসূদন কুণ্ডু (৬০) ।
 জানা গেছে, আজ ২৯ এপ্রিল তিনি যশোরের মনিরামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাকোবা গ্রামে তাঁর বোনের বাড়িতে বেড়াতে আসতে যেয়ে যশোর থেকে আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বোনের ছেলেকে ফ্রিজ কিনে দেওয়ার উদ্দেশ্যে ৫০ হাজার টাকা নিয়ে তিনি একটি লোকাল বাসে  যাত্রা করেন।
 বাসটি শংকরপুর বাস টার্মিনালে পৌঁছালে, বাসের মধ্যেই অচেতন হয়ে পড়েন। তার ভাগ্নের ভাষ্য অনুযায়ী,এই সুযোগে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাস মালিক সমিতির সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।