মহররম মাসের তাৎপর্য্য এবং আশুরার গুরুত্ব উপলদ্ধির উদ্দেশ্যে যশোরে বৃহস্পতিবার মানব বন্ধনের আয়োজন করা হয়।
গনসচেতনতা লক্ষ্যে ইমামিয়া পাক দরবার শরীফ এর যশোর শাখা এই মানব বন্ধনের আয়োজন করে। এদিন সকাল ১১ টায় যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধনসহ সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন, দরবারের খাদেম শাহবাজ আহম্মেদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আবু মুসা, আলহাজ্ব ফিরোজ খান, আশরাফ উদদৌলা মিন্টু, মনিরুজ্জামান জনি, আশরাফুল কবির সুমন প্রমুখ।