যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে দুই যুবক হতাহত

 শনিবার বিকেলে যশোরের বাঘারপাড়া এলাকায় সবুজ মোল্যা(২০) এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। সবুজ বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। একই ঘটনায় বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের শামসের মোল্লার ছেলে, আলামিন (২০) আহত হয়েছে।
স্থানীয়রা জানান গতকাল বিকাল তিনটার দিকে উত্তর শ্রীরামপুর গ্রামের বাড়ির পাশের জমিতে ৭/৮ জন যূবক ধান রোপণ করছিল । এ সময় সামান্য বৃষ্টিতে বজ্রপাত ঘটে। বজ্রপাতে সবুজ ও আলামিন নামে দুই যুবক আহত হয়।
আহতদের দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুজ মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন মোঃ আলামিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।