চৌগাছায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

যশোরের চৌগাছায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা খাদ্য গুদাম নিয়ন্ত্রন কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, চৌগাছা মিলস এসোসিয়েশন সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, মিলার উত্তম কুমার বিশ্বাস, আমির হোসেন, মিজানুর রহমান, এস আই ফুডের পরিদর্শক জেসমিন সুলতানা প্রমুখ।

এ বছর ৬শত ৬৩ মেট্রিক টন ধান ও ৪শত ৪০ মেট্রিক টন চাউল সংগ্রহ অভিযান চলবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারিত করা হয়েছে ৩০টাকা এবং প্রতি কেজি চাউলের মূল্য ৪৪টাকা নির্ধারন করা হয়েছে। ধান ও চাউল আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মতিয়ার রহমান।