যশোরের চৌগাছায় বাজারে ২টি স্বর্ণের দোকানে গভীর রাতে দোকানে টিন কেটে নগদ টাকা সহ স্বর্ণ অলংকার চুরি হয়েছে ।
সোমবার গভীর রাতে স্বর্ণ পট্টি ২ টি স্বর্ণের দোকান চুরি সংগঠিত হয়েছে নয়ন জুয়েলারি দোকানের মালিক গৌউর চন্দ্র সাতরাক(৫০) দোকানে থেকে ড্রয়ার ভেঙ্গে নগত ১৩ হাজার টাকা ও স্বর্ণ অলংকার হনুমান মূল্য ২লক্ষ ৫০ হাহার টাকা ও নিশিতা জুয়েলার্স স্বর্ণের দোকানের মালিক নিমাই বিশ্বাস দোকানে স্বর্ণের অলংকার হনুমান মূল্য ১ লক্ষ ৫০
হাজার টাকা স্বর্ণ অলংকার রাতের আঁধারে দোকান ঘরের টিন কেটে৷ চুরি করে নিয়ে যাই সংগঠিত চোরেরা । এ বিষয় বাজার ব্যবসায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান বলেন ২টি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হয়েছে।
থানা প্রশাসন প্রয়োজনে ব্যবস্থা নেবে। থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন
বাজারের দুটি স্বর্ণের দোকানে চুরি সংগঠিত হয়েছে তিনি সত্যতা নিশ্চিত করেন।