ঝিনাইদহে পত্রিকা এজেন্টের ছেলে জিতু কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন

৪৩তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পৌরসভা এলাকার শশাঙ্ক শেখর ঘোষ জিতু। তিনি পৌরসভার চিথলিয়াপাড়া এলাকার বিশিষ্ট ঠিকাদার ও পত্রিকা এজেন্ট আনন্দ কুমার ঘোষের ছেলে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসি থেকে ৪৩ তম বিসিএসের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে তিনি মেধা তালিকায় ১৭তম স্থান অধিকার করেছেন।

জিতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাষ্টার্স শেষ করেছেন। এর আগে তিনি ৪১তম বিসিএসে নন ক্যাডারে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি সততা ও দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালনের জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করেছেন।

জিতুর পিতা পত্রিকা এজেন্ট আনন্দ কুমার জানান, আমার ছেলে ৪৩তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়াই আমি বাবা হিসাবে গর্বিত।