যশোরে সাংবাদিক নেতা নুর ইসলামের পিতা অসুস্থ দোয়া কামনা

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম-এর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন গুরুতর অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৯৪ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন নানা রোগে আক্রান্ত। তাঁর আশু সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক নেতা নূর ইসলামের পিতার আশু রোগমুক্তির জন্যে সবার কাছে দোয়া প্রর্থনা করেছেন।