টাকা না পাওয়ায় খেলছেন না রাজশাহীর বিদেশিরা, যা বলছে বিসিবি

বিপিএল ঘিরে বিতর্কের অন্ত নেই। সেই শুরুর লগ্ন থেকেই বাংলাদেশ ক্রিকেটের শোভা বাড়ানো তো দূরের কথা, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে ইমেজ সংকটে ফেলেছে এই টুর্নামেন্ট। বিশেষ করে টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের উদাসীনতা এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের অদক্ষতা এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।

আজ (রোববার) যেমন বিপিএলে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বসেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জন করেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। এর ফলে রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের দিয়েই একাদশ সাজিয়েছে তারা।

বিপিএলের নিয়ম অনুযায়ী, একাদশে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটারকে রাখতেই হবে। কিন্তু রাজশাহী আজ এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। তাদের নিয়মভঙ্গের বিষয়টিকে ‘বিশেষ ব্যবস্থায়’ বৈধতা দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

দেশের ক্রিকেটের এই বিব্রতকর অধ্যায় নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মাঠে না আসার বিষয়ে আজকের মধ্যেই বিসিবি কোন একটা সিদ্ধান্ত নেবে জানিয়ে মিঠু যোগ করেন, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’

পারিশ্রমিক ইস্যুতে যে এত জলঘোলা হবে তা ভাবেননি এই বিসিবি পরিচালক, ‘এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে।’

এর আগে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। তারপরও কেন ঘটনার গভীরতা বুঝতে ব্যর্থ হলেন বিসিবি কর্তারা, সে প্রশ্নের উত্তর খোঁজাও জরুরি।