মোবাইল কোর্টের মাধ্যমে এক অভিযানে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের,ক’সার্কেলের সদস্যরা শহরের ষষ্ঠীতলা পাড়া,নিরালা পট্টি,ও চাঁচড়া রায়পুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনে অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে মোবাইল কোটের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা দিয়েছেন।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার মৃত মির্জা এহসান আলীর ছেলে জাহাঙ্গীর আলম কে(৬৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা, শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে মুন্সির সোহেলকে (৩৮), পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২শত টাকা জরিমান ও শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ গাজী (৪৮)কে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানে যশোরের জেলা নির্বাহী, ও সহকারী কমিশনার যথাক্রমে মোঃ রাহাত খান মোহাম্মদ নাবিদ হোসেন সুমাইয়া জাহান ঝুরকা অভিযানের নেতৃত্ব দেন।