গাজায় হত্যাকাণ্ডের প্রতিবাদে, যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ফিলিস্তিনের গাজায় মার্কিন সাম্রাজ্যবাদী সমর্থিত ইসরায়েলি হামলা এবং ভারতের রাষ্ট্রীয় মদদে মুসলিমসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের উদ্যোগে রবিবার প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের যশোর জেলা সভাপতি সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সামিয়া বিশ্বাস, বিউটি বেগম, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া শিকদার এশা, উর্মি জাহান, হাদিউজ্জামান অভি, মো. শাহিদুজ্জামান রনি, আরিফিন আরিফ, শামীম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মার্কিন সমর্থিত নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি শাসকগোষ্ঠী যুদ্ধবিরতির কথা বলেও আবারও গাজায় হামলা শুরু করেছে, যেখানে ৪০০-রও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। তারা বলেন, এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

সমাবেশ থেকে ভারতের “অপারেশন কাগার” বন্ধের দাবি জানানো হয় এবং বিশ্বের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।