যশোরে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভা

যশোরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মিলনায়তন (বিডি হলে) এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের খুলনা বিভাগীয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবিরসহ দলটির জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সে সময় বক্তারা বলেন, আমাদের সংগঠন দুর্নীতি বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স কোনরকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই।

তারা আরো বলেন শরীরে যতদিন পর্যন্ত রক্ত রয়েছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবো ।আমরা সব কিছুতেই বৈষম্যহীন দেখতে চাই।

এদিকে মতবিনিময় সভা কে কেন্দ্র করে যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সদস্য সচিব জেসিনা মুর্শিদ তার সহকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দিলে অনুষ্ঠান বয়কট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার নেতৃবৃন্দ। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মতবিনিময় সভাস্থল ত্যাগ করেন জেসিনা মুর্শিদ।