ভারতের বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল এবং দেশটিতে মুসলিম জনগণের ওপর চলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস যশোর নগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর নগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় মুসলিম জনগোষ্ঠী আজ চরম নির্যাতনের শিকার। মোদি সরকার ও বিজেপি উগ্র হিন্দু মৌলবাদী শক্তিকে ব্যবহার করে মুসলিম জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। নারী ও শিশুদের ধরে ধরে অমানবিক নির্যাতন করা হচ্ছে, যা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
বক্তারা আরও বলেন, বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলিমদের সহায়-সম্পদ, ধর্মীয় উপাসনালয় ও কবরস্থান পর্যন্ত সরকারিভাবে দখল করা হচ্ছে। অথচ মানবাধিকারের কথা বলে মুসলিম দেশগুলোতে সামান্য কিছু হলেই সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় ভারত। এ ধরনের দ্বিচারিতা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।
বক্তারা অবিলম্বে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল এবং ভারতের মুসলিম জনগণের ওপর হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মীর মোহর আলী, মাওলানা মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, লগা কমিটির সাধারণ সম্পাদক মুফতি হাসানুজ্জামান, শ্রমিক মজলিসের সভাপতি মৌলভী আব্দুল খালেক এবং ছাত্র মজলিস যশোর নগর শাখার সভাপতি হাফেজ আবু দরদ্দা নাইম।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।