চৌগাছায় গৃহবধু চার দিন নিখোঁজ, থানায় পরিবারের অভিযোগ

যশোরের চৌগাছায় খাদিজা খাতুন (৩০) নামে এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ পরিবারের লোকজন থানায় অভিযোগ দিয়েছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনায় গৃহবধূর পিতা লোকমান হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ খাদিজা উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইলিশমারী গ্রামের বাসিন্দা লোকমান হোসেনের মেয়ে এবং চৌগাছা উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর গ্রামের মৃত সিদ্দীক আলীর ছেলে ইদ্রিস আলীর স্ত্রী।

লিখিত অভিযোগে খাদিজার পিতা লোকমান হোসেন উল্লেখ করেন, ১৩ বছর আগে ধর্মীয় রীতি মেনে খাদিজার বিয়ে হয় ইদ্রিস আলীর সঙ্গে। বিয়ের পর থেকেই ইদ্রিস আলী যৌতুকের জন্য খাদিজাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিভিন্ন সময় নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী দাবি করতেন এবং না পেলে খাদিজাকে হত্যা কিংবা তালাক দেওয়ার হুমকি দিতেন। মেয়ের সুখের কথা ভেবে তিনি বারবার দাবি মেটানোর চেষ্টা করেছেন।

সম্প্রতি ইদ্রিস আলীর অত্যাচার আরও বেড়ে যায়। প্রতিনিয়ত খাদিজাকে মারধর ও গালিগালাজ করা হতো। পারিবারিক অশান্তির কারণে তিন মাস আগে খাদিজা বাবার বাড়িতে ফিরে আসেন। পরে ১৯ মার্চ সামাজিকভাবে সালিশ বৈঠকের মাধ্যমে তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। তবে ২১ মার্চ রাতে ইদ্রিস আলী ফোনে খাদিজার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ফিরিয়ে নিতে বলেন। এরপর ২২ মার্চ ভোর ৪টা থেকে খাদিজার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ খাদিজার সংসারে ফাতেমা খাতুন (১১) ও সাইমা খাতুন (৩) নামে দুই কন্যা সন্তান রয়েছে। মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন বাবা ২৪ মার্চ চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শান্ত জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।”

গৃহবধূর পরিবার তার সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।