ছয় দফা দাবিতে যশোরে ব্লকেড কর্মসূচি পালন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা

ছয় দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরেও ব্লকেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় পলিটেকনিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল সহকারে মনিহার এলাকায় জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে দুপুর একটা পর্যন্ত যশোর-ঢাকা, যশোর-খুলনা ও যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে তাদের ৬দফা দাবি মেনে নিতে হবে। তারা আন্দোলন নয় পড়ার টেবিলে থাকতে চান তারা। তাদের যৌক্তিক দাবি না মানা হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা।