যশোর বোর্ডে ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় বহিষ্কার দুইজন

 যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ইংরেজি ১ম পত্রে কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা না ঘটলেও ২য় পত্রের পরীক্ষায় ২জন বহিষ্কার হয়েছে। একই সাথে প্রথম পত্রের চেয়ে অনুপস্থিতিও বেড়েছে। বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্রে অনুপস্থিত ছিল ২০২৪ জন কিন্তু ১ম পত্রে ২০০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
 গত বছর একই বিষয়ে ১২৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা শুরু হয়। এদিন ছিল ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষা।
এ দিন পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে খুলনা জেলায় একজন (রোল সুন্দরবন- ৭৪৫৪২৫) এবং যশোর জেলায় একজন (রোল গঙ্গানন্দপুর-৭১৭৪১৯) ২জনকে বহিষ্কার করা হয়। এদিন বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৫ হাজার ২৩৮ জন. তবে পরীক্ষায় উপস্থিত হয় একলাখ ৩৩ হাজার ১৭৪ জন জন। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০২৪ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মো. আব্দুুল মতিনের দপ্Íর থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।