যশোর নগর বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী ফুটবল উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত যশোর সরকারি এম এম কলেজ মাঠে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
তিনি বলেন,“বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের নিচে দমবন্ধ অবস্থায় ছিল। এখন একটি নতুন পরিবেশের সূচনা হয়েছে। আমরা চাই দেশে খেলাধুলার বিকাশ ঘটুক, সংস্কৃতির জাগরণ হোক এবং সাংগঠনিকভাবে দলকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হোক।”
তিনি আরও বলেন, “বিগত সরকার ক্রীড়া সংস্থাকে অচল করে রেখেছিল। আমরা চাই সেই অচল সংস্থাকে সচল করতে, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান, এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি মো. রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
এই উৎসব চলবে পরবর্তী কয়েকদিন ধরে, যেখানে বিভিন্ন দল অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এই ধরনের আয়োজনে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সংহতি ও ক্রীড়া বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।