চৌগাছায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম চৌগাছায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে স্থানীয়রা বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—চৌগাছা বাজার এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা, উপজেলা শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলোর সংস্কার, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পূর্ণাঙ্গ চালু, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং বাস-ট্রাক পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান তৈরি করা।
দাবিগুলো গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক আশ্বাস দেন, ধাপে ধাপে সকল সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুতই বাস্তবায়নের চেষ্টা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, উপজেলা জামায়াত নেতা ও প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্তসহ আরও অনেকে।
উপস্থিত সকলে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।