যশোরের ঝিকরগাছায় পিতা-পুত্রের রক্তাক্ত সংঘর্ষ :দুজনেই হাসপাতালে

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে পারিবারিক কলহের জেরে পিতা-পুত্র পরস্পরকে কুপিয়ে গুরুতর জখম করেছেন।
আহতরা হলেন পুত্র শান্ত (২৫) ও পিতা রবিউল ইসলাম (৫৫)।

শনিবার (২৬ এপ্রিল ) সকাল ৯টার দিকে মেয়েলি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিতা রবিউল ইসলাম চাপাতি দিয়ে ছেলেকে মাথায় কুপিয়ে আহত করেন। পরে ছেলে শান্তও প্রতিরোধ করে পিতাকে একই অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
ছেলের মায়ের ভাষ্যমতে জানা যায়, শান্ত বিদেশ ফেরত হয়ে প্রেম করে বিয়ে করার পর থেকেই বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এর আগে থানায় মীমাংসার চেষ্টাও হয়েছিল।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে উভয়ই পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।