যশোরে মধ্যরাতে কথা আছে বলে ঘরে ঢুকে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীকে (৩৭) ধর্ষণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ওই নারী নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার ছেলে বাপ্পি হোসেনকে (৩০) আসামি করা হয়েছে। পুলিশ এখনো বাপ্পিকে আটক করতে পারেনি।
এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পি ও বাপ্পির পরিবারের সাথে তাদের সুসম্পর্ক। বাপ্পি তাকে ‘মামি’ বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০টার দিকে তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত পৌনে ১২টার দিকে বাপ্পি হঠাৎ বাড়িকে এসে দরজার কড়া নাড়ে। এ সময় বলে গুরুত্বপূর্ণ কথা আছে মামি। ওই নারী সরল বিশ্বাসে দরজা খুলে বাপ্পিকে ঘরে আসতে দেন। ঘরে আসা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি দিয়ে পাশের রুমে নিয়ে যান।
এ সময় তাকে ধর্ষণ করে। পরে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী। সর্বশেষ শুক্রবার এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। পুলিশ তার অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাপ্পিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।