যশোর মিনি বাস মালিক সমিতিতে সাবেক ছাত্রলীগ সভাপতির পদ বাতিলের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
যশোরে আওয়ামী সন্ত্রাসীদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এবং মিনি বাস মালিক সমিতিতে সাবেক ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সাধারণ সম্পাদক পদে বহাল থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (২৭ এপ্রিল) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার ব্যানারে মনিহার থেকে ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিনি বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী ও বি এম আকাশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বি এম আকাশ বলেন, আওয়ামী দোসর আরিফুল ইসলাম রিয়াদ এখনো মিনি বাস মালিক সমিতির গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে আমাদের জুলাই বিপ্লবের দুই হাজারের অধিক শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করছে। এই পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।
তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরিফুল ইসলাম রিয়াদকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করার জন্য মিনি বাস মালিক সমিতিকে কঠোর আল্টিমেটাম দেন। অন্যথায়, ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য মোঃ মেহেদী হাসান, জি এম মুন্না, রিয়াদ ও ইমন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।