মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালিঘাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি শিক্ষার্থীদের , সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান তাতে শিক্ষার্থীদের শরীর ও মোন ভালো থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিক্ষার্থীদের জন্য সবধরনের সহযোগিতা উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। উপজেলা রিসার্চ সেন্টার ইন্সপেক্টর রবিউল ইসলাম সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আশিক আহমেদ,
বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আইন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, মাওলানা জহির উদ্দিন, তরিকুল ইসলাম, বালিঘাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার অজিত কুমার বিশ্বাস, বীণা রানী সরকার, মোহাম্মদ হারুন অর রশিদ, নাহিদ আক্তার, শামিম হোসেন প্রমুখ।