যশোরের অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদরের পুলেরহাট বাজার এলাকা থেকে অজ্ঞান পার্টির এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ।

র‌্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মে) সন্ধ্যায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আবু সাঈদ শেখ (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি নড়াইল জেলার মীরাপাড়া (আটেরহাট) গ্রামের মৃত জব্বার শেখের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে আবু সাঈদ স্বীকার করেছে যে, সে ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী সাধারণ মানুষকে টার্গেট করে চেতনানাশক খাবার খাইয়ে অজ্ঞান করে মালামাল লুট করত।

র‌্যাব জানায়, আটককৃত আবু সাঈদের বিরুদ্ধে প্রতারণা, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারের পর তাকে একটি মামলায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।