খুলনায় বিএনপির মহাসমাবেশে অংশ নিতে চৌগাছা থেকে দুই হাজার নেতাকর্মীর প্রস্তুতি সম্পন্ন

শনিবার (১৭ মে) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ। এ সমাবেশে অংশ নিতে যশোরের চৌগাছা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের প্রায় ২ হাজার নেতাকর্মীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

চৌগাছা থেকে যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন, সদস্য সচিব মঈনউদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকিসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নেতৃত্বে এই বিশাল বহর খুলনার উদ্দেশ্যে রওনা দেবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই মহাসমাবেশের মাধ্যমে বিএনপি তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিকে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।

চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশে অংশগ্রহণের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। তারা আশাবাদী, তরুণদের উপস্থিতি এই কর্মসূচিকে আরও সফল ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।