যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে অবস্থিত সালেহা ডিপার্টমেন্টাল স্টোরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই) গভীর রাতে আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়।
দোকান মালিক ইলিয়াস কামাল জানান, চোরেরা দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৩৫ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, সাবান, কসমেটিকস, তেল, মোবাইল রিচার্জ কার্ড, ৪ বস্তা চালসহ অন্যান্য মুদিপণ্য চুরি করে নিয়ে গেছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।