বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশে জনগণের প্রত্যাশা পূরণে একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি। তিনি বলেন, “আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তন এসেছে। এখন জনগণ যাদেরকে নির্ভয়ে ভোট দিয়ে নেতৃত্বে আনবে, সেই নির্বাচিত সরকারের প্রয়োজন।”
বৃহস্পতিবার (৩ জুলাই) যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে নার্গিস বেগম আরও বলেন, “স্বৈরাচারী আমলে দেশের নারীদের ওপর যে নির্যাতন হয়েছে, তা জাহেলিয়াকেও হার মানায়। বিএনপি সব সময় নারীর সুরক্ষায় কাজ করে এসেছে।”
তিনি আরও বলেন, “আজ নানা ষড়যন্ত্র চলছে নির্বাচন পেছানোর জন্য। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমরা আশাবাদী, বর্তমান অস্থায়ী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে, যেখানে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
নারী নেত্রী অ্যাডভোকেট সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।