যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের তীব্র প্রতিবাদ

যশোর সদরের বিরামপুর এলাকার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় একটি কুচক্রী মহল যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে একটি ভুঁইফোড় অনিবন্ধিত অনলাইন পত্রিকায় মিথ্যাচার করে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে। যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিপন্থী।

এব্যাপারে সাংবাদিক হাসিবুর রহমান শামীম কোতয়ালী মডেল থানায় আইসিটি আইনে একটি অভিযোগ দাখিল করেছেন। এদিকে সাংবাদিক শামীমের বিরুদ্ধে গভীর চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেছেন, সাংবাদিক শামীমের বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদটি ছিল ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সংঘবদ্ধ কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এহেন মিথ্যাচার করেছে। যা স্বাধীন গনমাধ্যমের পরিপন্থী।

অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার এঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেছেন।

সাংবাদিক শামীমের কিছু হলে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।