‘এ জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে’

1111ঢাকা: মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সমস্যা সমাধানে সরকারের মনে হয় এই একটি উপায়ই আছে। তা হচ্ছে ‘বন্দুকযুদ্ধ’। যখন দেশে সুশাসন ও জবাবদিহির চরম অভাব হয়, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এসব দেখে মনে হয় এ জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে।

শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ২৪টি নাগরিক সংগঠন কর্তৃক আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বাপার সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।