যশোর শিক্ষাবোর্ডের গাড়ি চালক দুলালের বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর শিক্ষাবোর্ডের গাড়ি চালক শেখ দুলাল বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে অভিযোগকারী ও অভিযুক্ত কর্মচারিকে ডেকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বক্তব্য নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহবায়ক সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী।

অধ্যক্ষ প্রফেসর এম হাসান সরোওয়ার্দী জানান, শিক্ষাবোর্ডের চতুর্থ শ্রেণীর কর্মচারি মুন্সি মফিজুর রহমানের লিখিত আবেদনের প্রেক্ষিতে গাড়ি চালক শেখ দুলালের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত করা হচ্ছে। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ আমাকে আহবায়ক করে তিন সদস্যে বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে সদস্য করা হয়েছে শিক্ষাবোর্ডের কলেজ পরির্দশক এম রব্বানী ও সরকারি এম এম কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক আরএম জাকারিয়াকে। চলতি সপ্তাহের মধ্যে এই দুই কর্মচারিকে নিয়ে আমিসহ কমিটির সদস্যবৃন্দ আমার কার্যালয়ে পক্ষে বিপক্ষে প্রমাণসহ বক্তব্য গ্রহণ করবো। তারপর দ্রুত সময়ের মধ্যে তদন্তের প্রতিবেদন শিক্ষাবোর্ডে প্রেরণ করা হবে।