দেশে ফিরেছেন স্পিকার

sherin sharminডেস্ক রিপোর্ট: ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স- বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (৪ জুন) সকালে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্মেলনে স্পিকার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে স্পিকার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যারোল ব্যুরো বোননার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন।