ডেস্ক রিপোর্ট: চাল আমদানিতে শুল্ক আরোপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘চাল আমদানিতে আবারও শুল্ক আরোপ করা হবে। ৭ জুন (বৃহস্পতিবার) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার দিন থেকেই এটি কার্যকর হবে। চাল আমদানির ওপর আরোপিত শুল্কহার হবে ২৮ শতাংশ।’
সোমবার (০৪ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রিনজস টি রিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে যেহেতু চালের চাহিদার তুলনায় কয়েকগুণ মজুদ বেশি, ফলনও বেশি হয়েছে, তাই শুল্ক আরোপ করা হবে। এতে বাজারে প্রভাব পড়বে না।’ তিনি বলেন, ‘গতবছর ১০ লাখ টন চাল উৎপাদন কম হয়েছিল। এতে ধাপে ধাপে সরকার চালের ওপর আরোপিত ২৮ শতাংশ শুল্ক প্রত্যাহার করে।’
এবার বোরোতে বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানিও হয়েছে ঘাটতির চেয়ে ৮/১০ গুণ বেশি। তাই কৃষকের স্বার্থেই শুল্ক বসানো হচ্ছে। প্রয়োজন পড়লে আবার কমানো হবে।’
গত বছর আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও জানান বাণিজ্যমন্ত্রী।