বেনাপোল প্রতিনিধি: আবারও পায়ুপথে ভারতে পাচারের সময় ৩০ লাখ টাকা মূল্যের ৭টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস। আটক লাভলু বেপারী শরিয়তপুর জেলার মান্নান বেপারির ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় তাকে বেনাপোল কাষ্টমস এরিয়ার ভিতর থেকে আটক করা হয়।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সুপার আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাচারকারী লাভলুকে জেরা করে তার পায়ুপথ থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে।