ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতার রাশেদ

rashedডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, শাহবাগ থানায় দায়ের মামলায় মিরপুর ১৪ থেকে রাশেদকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রাশেদের বোন রুপা বেগম জানান, রোববার রাজধানীর মিরপুর ১৪ এলাকার বাসা থেকে রাশেদ ও তার দুই সহযোগী মাহফুজ খান ও সুমন কবীরকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের নিয়ে যাওয়ার পর থেকে রাশেদের দুটি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে। ডিবি অফিসে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। আমাদের পরিবার ভীষণ দুশ্চিন্তায় রয়েছে।’

এর আগে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, রাশেদ খানের নামে আল-নাহিয়ান খান জয় নামে ঢাবি জহুরুল হল শাখা ছাত্রলীগের একা নেতা সকালে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা (মামলা নং-১) করেছেন।

গতকাল শনিবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে। এতে কোটা আন্দোলনের নেতা নুর হোসেনসহ বেশ কয়েকজন আহত হন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর বিনা উস্কানিতে হামলা করেছে। নুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক।’

পরে এই হামলার প্রতিবাদে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।