ছাত্রলীগ কখনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেনি : হানিফ

mahabubul alam hanifঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ছাত্রলীগ দ্বারা কখনো কোনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়নি, আগামীতেও হবে না। তাই ছাত্রলীগ নিয়ে কটূক্তি তারাই করতে পারে যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়।

সোমবার দুপুরে কুষ্টিয়ার ঢাকা মিনাপাড়ায় কে এস এম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, কোটা সংস্কারের নামে এরই মধ্যে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তাতেই প্রমাণিত হয় এই আন্দোলনের সঙ্গে কোনো সাধারণ ছাত্রছাত্রী নেই। সরকারের বিরুদ্ধে যখন কোনো আন্দোলনেই সফল হতে পারেনি, তখন বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে পেছন থেকে মদদ দিয়ে কোটা সংস্কারের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ সময় হানিফ বলেন, দেখা গেছে, ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছদ্মবেশে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে এই কাজ করছে। এ ক্ষেত্রে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ঠিক রাখতে কিছু শিক্ষার্থীরা বা ছাত্র সংগঠন তাঁদের প্রতিহত করবে এটাই স্বাভাবিক।

পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহা. হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।