ভারতে রপ্তানী হচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র

enu songsodডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শুধু ভারত থেকে তাদের চলচ্চিত্র আমদানী করছে না, বাংলাদেশি চলচ্চিত্রও ভারতে রপ্তানী হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত অর্থবছরে (২০১৭-১৮) বাংলাদেশের নির্মিত ১৭টি চলচ্চিত্র ভারতে রপ্তানী করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. আব্দুল মতিনের পক্ষে মাহবুব আলীর করা তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

আবদুর রউফের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ১৪টি উপকেন্দ্র রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্য ধারণ ও মেধার বিকাশ ও প্রসারের লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাশাপাশি রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর ও ময়মনসিংহ অর্থাৎ সকল বিভাগে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ স্টেশন চালুর প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।