প্রকাশ হলো মালালার বায়োপিকের ফার্স্ট লুক

malalaবিনোদন ডেস্ক: পাকিস্তানের সোয়াট উপত্যকার একজন সাধারণ মেয়ে থেকে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হয়ে হওয়ার পথটা একেবারেই মসৃণ ছিল না মালালার। মালালার সেই লড়াইয়েরই কাহিনী নিয়ে বলিউডের ছবি ‘গুল মকাই’। পরিচালক আমজাদ খান। এবার প্রকাশ হলো সেই ছবিরই ফার্স্ট লুক। এই ছবির শুটিং হয়েছে কাশ্মীরের গান্দেরবালের কয়েকটি জায়গায়। গুজরাতের ভুজ ও মুম্বাইয়েও শুট হয়েছে বেশ কিছু দৃশ্যের। ছবিটিতে রিম শেখ অভিনয় করছেন মালালার ভূমিকায়।

এছাড়াও রয়েছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিংহ ও আজাদ খান। ২০১২ সালে তালিবানি হামলায় মারাত্মক জখম হওয়ার পর ফের পড়াশোনা শুরু করেন মালালা।

ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। নারীশিক্ষা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বক্তব্য রাখছেন তিনি। ইসলামাবাদ থেকে পাক সেনাবাহিনীর হেলিকপ্টারে মা, বাবা, দুই ভাইকে নিয়ে মালালা এসেছিলেন সোয়াটেও। তাকে নিয়ে যাওয়া হয় মিঙ্গোরা থেকে ১৫ কিলোমিটার দূরে গুলিবাগে সেনাবাহিনীর সোয়াট ক্যাডেট কলেজে।