সরকারি চাকরিতে পদ খালি ৩ লাখ

gov logoঢাকা: সরকারের ৫৬ মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সর্বাধিক খালি পদ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিনের (নাছিম) এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে পদ শূন্য রয়েছে মোট ৫৮ হাজার ৯৮৯টি পদ। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগে ৩৪ হাজার ৯২৩টি, জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫টি, কৃষি মন্ত্রণালয়ে ১৩ হাজার ১৫৫টি, কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ২৮৩টি পদ খালি রয়েছে।

এ রকম সব মন্ত্রণালয়ে কমবেশি আরও পদ খালি রয়েছে।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এসব শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতিমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।