পাবনা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারি পরিকল্পনায় দেশে স্বাস্থ্য বিভাগে অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। স্বাস্থ্য সেবায় বাংলাদেশ ভারত,পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপের চেয়ে এগিয়ে আছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসাপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, মায়ানমারের নির্মমতার কারণে বাংলাদেশ ১০ লাখ রোহিঙ্গা প্রবেশ করে। অনেক দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে রাজি হয়নি। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়ে সারা বিশ্বে মানবতার পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, মায়ানমারে থাকতে রোহিঙ্গারা কোনো স্বাস্থ্যসেবা পায়নি। স্বাস্থ্য সেবার সঙ্গে তারা পরিচিতও ছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের খাবারের পাশাপাশি স্বাস্থ্য সেবা দিচ্ছি, তাদের টিকা দিয়েছি।
নাসিম বলেন, এই মানবতায় দৃষ্টান্ত রাখায় শেখ হাসিনা মাদার অব হিউ ম্যানিটি খ্যাতি অর্জন করেছেন। বিশ্বের কাছে তিনি মানবতার নেত্রী হিসেবে পরিচিত।
পাবনার সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। এতে আরও উপস্থিত ছিলেন- পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রিয়াজুল হক, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার পাবনা পরিবার পরিকল্পনা বিভাগের উপরিচালক মাসুদা একরাম প্রমুখ।