রাইফার মৃত্যুর ঘটনায় ৪ চিকিৎসককে আসামি করে মামলা

চট্টগ্রাম : চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসককে আসামি করে থানায় মামলা করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে রাইফার বাবা রুবেল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এক নম্বর আসামি করা হয় চিকিৎসক বিধান রায় চৌধুরীকে।

অপর তিন আসামি হলেন- চিকিৎসক দেবাশীষ সেনগুপ্ত, শুভ্রদেব এবং ম্যাক্স হাসপাতালের পরিচালক চিকিৎসক লিয়াতক আলী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৯ জুন দিনগত রাতে সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খান ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রাইফার মৃত্যুর পর তার পরিবার ও সাংবাদিকরা চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। পরে এ ঘটনা তদন্তে গঠিত দুইটি কমিটির প্রতিবেদনেও ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে রাইফার মৃত্যু হয় বলা হয়।