রাজগঞ্জে সাবেক সংসদ টিপু সুলতান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজগঞ্জ সংবাদদাতা: যশোরের মণিরামপুর সংসদীয় আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাড. খান টিপু সুলতানের স্মরণে রাজগঞ্জে ১৬ দলীয় টিপু সুলতান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

tipu sultanঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি জুয়েল রানা অপুর আয়োজনে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে টুর্নামেন্ট শুরু হয়।

শনিবার বিকালে ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম রসুল চন্টার সভাপতিত্বে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ন সুলতান সা’দাব৷

এসময় মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল ইসলাম, আওয়ামী লীগ নেতা এনামুল হক, মণিরামপুর পৌরসভার কমিশনার গৌর ঘোষ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দ হাজরা, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, মফিজুর রহমান, ছাত্রলীগ নেতা খালেদুর রহমান টিটু, বিপ্লব হোসেন প্রমূখ৷

১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজগঞ্জ নীলকুঁটির ফুটবল একাদশ বনাম খালিয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়৷ এ খেলায় নীলকুঁটির ফুটবল একাদশ খালিয়া ফুটবল একাদশকে ৬ গোলে পরাজিত করে৷