বেনাপোলে ফেনসিডিল ও শাড়ী উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা থেকে ৪২২ বোতল ফেনসিডিল ও ১২২ পিস ভারতীয় দামি শাড়ি আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। তবে কোন চোরাচালনিকে আটক করতে পারেনি বিজিবি।

bgb news৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মনির হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৪২২ বোতল ফেনসিডিল ও ১২২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। চোরাচালানিরা বিজিবির উপস্থিতী বুঝতে পেরে পালিয়ে যায় বলে তিনি জানান। উদ্ধাকৃত ফেনসিডিল যশোর বিজিবি ক্যাম্পে নেওয়া হবে ও শাড়ী বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।