নিজস্ব প্রতিবেদক: যশোর-২ আসনের সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনের আগেই সারাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বামন আলী-চাঁপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিদ্যুৎ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। সরকার বিদ্যুৎ ক্ষেত্রে অভ’তপূর্ব উন্নয়ন সাধন করেছে। আজ প্রত্যন্ত অঞ্চলে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। ২০১৮ সালের মধ্যেই দেশের একটি ঘরও বিদ্যুৎবিহীন থাকবে না।
মনিরুল ইসলাম বলেন, বিএনপি-জামাত জোট সরকার ২০০১ সালের ক্ষমতায় থাকা অবস্থায় ১ মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই বিদ্যুৎ উৎপাদন করে সারাদেশের উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছেন।
এমপি মনির বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে বেকারদের কর্মসংস্থান হয়। বিধবারা ভাতা পায়, মুক্তিযোদ্ধারা বিশেষ মর্যাদা পায়। অসুস্থ মানুষ চিকিৎসা পায়। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পায়। রাস্তাঘাটের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাই দেশবাসী আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে বলে আশা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
আওয়ামী লীগ নেতা মীর বাবরজান বরুণের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য্য।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুর রব, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, যুব সমিতির সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা গাজী মাহমুদুর রহমান অনিক, বামন আলী-চাঁপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গাজী মাহাবুবুর রহমান তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, ফয়েজ হাসান মজনু প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে গদখালি-পানিসারা ইউনিয়নের বামনআলী-চাঁপাতলা গ্রামে ১১৬ পরিবারের মধ্যে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে ১.৩৬ কিমি দীর্ঘ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়।