যশোরের বৃহৎ ঐতিহ্যবাহী খাজুরা বাজারের জায়গায় যত্রতত্র দোকান, ঘর নির্মাণ হয়ে হাটের জায়গা সংকুচিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ও ঐহিত্যবাহী এই হাটের জায়গা উন্মুক্ত করার দাবীতে এবং হাই কোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে হাট ইজারাদার কতৃপক্ষ ধর্মঘট ও মানববন্ধনের ঘোষনা দেয়।
সোমবার বিকালে মাইকিং করে হাট ইজাদাররা এই কর্মসূচির ঘোষনা দেন। পরে সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে মাইকিং করে হাট ইজারাদার ও ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট ও মানববন্ধনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করে মাইকিংয়ে ঘোষনা দেওয়া হয়। উক্ত ১৪৪ ধারা লংঘন করে যদি কোন ব্যবসায়ী ধর্মঘট ও অবরোধ করেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষনা করা হয়।
এব্যাপারে বাঘারপাড়া উপজেলা নিবাহী কর্মকর্তা মনিরা পারভীনের সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে বাঘারপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা বিতান কুমার মন্ডল ১৪৪ ধারা জারির বিষয়টির সত্যতা স্বীকার করেন।