১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার যশোর সরকারি এম এম কলেজ ও ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রচনা বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, কবিতার বিষয় ছিল ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’।
ডাঃ আব্দুর রাজ্জাক কলেজে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সচিব ড. মোল্লা আমীর হোসেন। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গর্ভানিংবডির সদস্য আব্দুল মতলেব বাবু, শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর, রুমী আক্তার, ওহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক আলফাজ উদ্দিন।