সমকাল সম্পাদকের মৃত্যুতে যশোর সাংবাদিক ইউনিয়নের শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও মিরাজুল কবীর টিটো গভীর শোক প্রকাশ করেন।

পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।

একইসাথে নেতৃবৃন্দ গোলাম সরওয়ারের রুহের মাগফেরাত কামনা করেছেন।