যথাযোগ্য মর্যাদায় যশোরের খাজুরা অঞ্চলে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষ্যে খাজুরা অঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।
বুধবার সকাল ৯টায় সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বঙ্গবন্ধু শীর্ষক রচনা ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ হল রুমে অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবসের র্যালী, আলোচনা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সজীব ইফতেখার মধুর আয়োজনে বেলা ১টায় শোক র্যালী প্রদক্ষিণ শেষে খাজুরা বাজারের ব্রীজঘাট, আড়ৎ পট্টি, বন্দবিলা মোড়, খাজুরা বাসস্টান্ডসহ প্রায় ১০ টি স্পটে গণভোজের খাবার বিতরণ করা হয় এবং দুুপুর ২টার দিকে বন্দবিলা ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া বন্দবিলা ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে বিশেষ বিশেষ স্থানে গণ ভোজের আয়োজন করা হয়।