যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে যশোর শহরের বকুলতলাস্থ দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সর্বস্তরের মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে যশোরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক এমপি খালেদুর রহমান টিটো, মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অপরদিকে, জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট চত্বর থেকে শোক পদযাত্রার মাধ্যমে ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সকাল ৯টায় জিলা স্কুল অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন। আর মুক্তিযুদ্ধের বিরোধীরা এখনো বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমারা স্বাধীনতা পেয়েছি এবং সে কারণে তার স্বপ্নের বাংলা গড়ার জন্য বর্তমান সরকারের পাশে আমাদের থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান।
আলোচনা শেষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যশোর-৩ আসনের সাবেক এমপি খালেদুর রহমান টিটো। এ উপলক্ষ্যে তার নেতৃত্বে এক শোক ব্যালি রেব হয়। কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ঘুরে গরিবশাহ সড়কে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে হরের ভোলাট্যাংক রোডের বাস ভবন এলাকায় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এছাড়া সেখানে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণে অংশ নেন টিটো।