যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরকারি এম এম কলেজে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শৈলেশ কুমার রায়। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর আব্বাস আলীর সভাপতিত্বে এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি সিটি কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোঃ হাসান।

city collageআহবায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জোবাইদারা গুলশানআরা ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনোয়ার হোসেন।

সরকারি মহিলা কলেজের প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। অধ্যক্ষ প্রফেসর ড. হাসান সরোওয়ার্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রশিদ মিয়া। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারি অধ্যাপক মোফাজ্জেল হোসেন। শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম। অধ্যক্ষ লে.ক. মহিবুল আকবর মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ।